নভেম্বরে জাপানের কারখানা কার্যক্রমে সংকোচন

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

নভেম্বরে জাপানের কারখানা কার্যক্রম আবার সংকুচিত হয়েছে। মাসে চীনসহ দেশটির বৈদেশিক রফতানি আদেশ পাঁচ মাসের নিম্নে নেমে আসায় এমনটি হয়েছে।

জিবুন ব্যাংক করপোরেশনের মৌসুমভিত্তিক চূড়ান্ত সমন্বিত হিসাবে নভেম্বরে দেশটির ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ৪৮ দশমিক পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহের প্রাথমিক হিসাবে তা ছিল ৪৮ দশমিক পয়েন্ট। অন্যদিকে অক্টোবরের চূড়ান্ত হিসাবে তা ছিল ৪৮ দশমিক পয়েন্ট। প্রসঙ্গত, কোনো অর্থনীতির পিএমআই ৫০ পয়েন্টের কম বা বেশি হলে এটি সংকুচিত বা সম্প্রসারিত হয়েছে বলে ধরা হয়।

এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিটির পিএমআই ধীরে কমলেও এখনো তা ৫০ পয়েন্টের নিচে রয়েছে। নভেম্বর নিয়ে টানা সাত মাস দেশটির অর্থনীতি সংকোচনে রয়েছে। তবে ২০১২ সালের জুন থেকে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে অর্থনীতিটি নয় মাস টানা সংকোচনে ছিল।       সূত্র: সিএনবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫