ন্যাটো সম্মেলন

জোট নিয়ে মাখোঁর মন্তব্যের কড়া সমালোচনা ট্রাম্পের

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ন্যাটো জোট মাথাহীন (ব্রেন ডেথ) হয়ে গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর রকম মন্তব্যকে খুবই বিশ্রী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনে ন্যাটো সামরিক জোটের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে মন্তব্য করেন তিনি খবর বিবিসি

লন্ডনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মহান উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছে ন্যাটো এবং মাখোঁর মন্তব্য খুবই অপমানজনক ফ্রান্স ন্যাটো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে মনে করেন তিনি তবে কী কারণে ফ্রান্সের পিছুটান, তা বুঝতে পারছেন না বলেও জানান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ ঠেকাতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর জন্ম হয়েছিল ২৯ সদস্যবিশিষ্ট দেশগুলো অঙ্গীকার করেছিল যে তাদের মধ্যে কেউ আক্রান্ত হলে অন্যরা এগিয়ে আসবে কিন্তু গত মাসে এক বক্তৃতায় মাখোঁ অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে ন্যাটো সদস্যরা একে অন্যকে সহযোগিতা করছে না ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি দিন দিন দুর্বল হওয়ায় জোটটিকে মাথাহীন হিসেবে অভিহিত করেন 

জোটভুক্ত দেশগুলো বিশেষ করে ফ্রান্স তুরস্কের মধ্যে তিক্ততায় এবারের সম্মেলনটি জৌলুস হারিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, বাল্টিক অঞ্চলের প্রতিরক্ষায় গৃহীত ন্যাটোর পদক্ষেপের তিনি বিরোধিতা করবেন, যদি জোটটি সিরিয়ায় তুরস্কের কুর্দিবিরোধী অভিযানে সমর্থন না করে

গতকাল ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মহান উদ্দেশ্য সাধনে কাজ করছে ন্যাটো ফ্রান্সের প্রেসিডেন্টের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, জোটের অন্য সদস্যদের জন্য তার (মাখোঁর) মন্তব্য অত্যন্ত অপমানজনক এটা একেবারেই বিশ্রী মন্তব্য আমার মনে হচ্ছে ফ্রান্সে উচ্চ বেকারত্ব রয়েছে অর্থনৈতিকভাবে একেবারেই ভালো অবস্থানে নেই দেশটি ফ্রান্সে যখন রকম কঠিন পরিস্থিতি বিরাজ করছে, তখন রকম মন্তব্য বেখাপ্পা দেখাচ্ছে তাদের জন্য অত্যন্ত খারাপ একটি বছর গেল ন্যাটো সম্পর্কে রকম মন্তব্য করতে পারেন না আপনি এটা অত্যন্ত অপমানজনক

ট্রাম্প আরো বলেন, ন্যাটোকে সবচেয়ে বেশি দরকার ফ্রান্সের যুক্তরাষ্ট্রকে খুব কমই সুবিধা দেয় এটি ফ্রান্সের কাছ থেকে রকম মন্তব্য আসা অত্যন্ত বিপজ্জনক

ন্যাটো সদস্যরা জোটটিতে পর্যাপ্ত আর্থিক অবদান রাখছে না, অভিযোগ ফের উত্থাপন করেছেন ট্রাম্প পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ব অনেক পাল্টে

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫