পোস্টাল ধর্মঘটের জেরে পদত্যাগ করলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশ: ডিসেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 ফিনল্যান্ডে পাঁচদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট সৌলি নিনিস্তো পদত্যাগপত্র গ্রহণের পর বর্তমান প্রশাসনকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি খবর রয়টার্স

গতকাল প্রেসিডেন্টের বাসভবনে রিনের সঙ্গে সাক্ষাতের পর নিনিস্তো বলেন, আমি প্রধানমন্ত্রীর পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছি একই সঙ্গে নতুন সরকার না আসা পর্যন্ত তার মন্ত্রিসভাকেই একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছি

ক্ষমতাসীন পাঁচদলীয় জোটের অন্যতম শরিক সেন্টার পার্টি প্রধানমন্ত্রীর ওপর আস্থা হারিয়ে ফেলার কথা জানানোর পর পদত্যাগ করলেন সোস্যাল ডেমোক্র্যাট রিনে মূলত ফিনল্যান্ডের সরকারি পোস্টাল সেবাকর্মীদের দুই সপ্তাহব্যাপী ধর্মঘটে রিনে সরকারে ভূমিকা ব্যাপক সমালোচনার শিকার হয়েছে

গত সপ্তাহে মীমাংসা হওয়ার আগে পোস্টাল সেবার ধর্মঘট দেশটির জাতীয় উড়োজাহাজ সংস্থা ফিনএয়ারসহ অন্যান্য শিল্পেও ছড়িয়ে পড়ে

গতকাল সেন্ট্রাল পার্টির চেয়ারউইমেন কাতরি কুলমুনি জানান, তার দল জোটে থাকতে চায় কিন্তু ধর্মঘটে রিনের ভূমিকা নিয়ে তাদের প্রশ্ন রয়েছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫