খুলনায় নতুন পেঁয়াজের কেজি ১৯০ টাকা

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি,খুলনা

খুলনার বাজারগুলোতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে এই পেঁয়াজের দামও ক্রেতাদের হাতের  নাগালের  বাহিরে। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।

খুলনার বড় বাজারের খুচরা বিক্রেতা মোঃ আবু তালেব বলেন, নতুন এই পেঁয়াজ প্রতি কেজি ১৯০ টাকা পাইকারী বিক্রি হয়েছে। আস্তে আস্তে বাজারে পেঁয়াজ আসা শুরু করেছে। নতুন পেঁয়াজ সম্পূর্ণরূপে বাজারে আসলে দাম কমে আসবে। স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার।
 
খুলনার ট্রাক টার্মিনাল সংলগ্ন পাইকারী কাঁচা বাজারের মেসার্স ইমরান বাণিজ্য ভাণ্ডারের রফিকুল ইসলাম বলেন, দেশীয় পেঁয়াজ নতুনটা আসতে শুরু করেছে। কিন্তু এ পেঁয়াজের দাম পুরাতন পেঁয়াজের চেয়ে তেমন একটা কম না। আজও (৩ নভেম্বর) ১৭৫ টাকা কেজি দরে কিনে এনে ১৯০ টাকা দরে বিক্রি করতে হয়েছে। পুরাতন পেঁয়াজও ১৯০-২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ পাইকারী বাজারের মেসার্স জিদান বাণিজ্য ভাণ্ডারের মোঃ জয়নাল আবেদীন বলেন, নতুন পেঁয়াজ এর দাম কৃষক পর্যায় থেকেই বেশি রয়েছে। এরপর ফরিয়া, আড়ৎদার হয়ে পাইকার পর্যন্ত আসতে দাম বেড়ে যাচ্ছে। এরপর তা আবার খুচরা বাজারে দেয়ার সময় দাম আর স্বাভাবিক থাকছে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫