ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাট্যোৎসব শুরু

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

এখানে জীবন ফুরায় না, কেননা এখানে ভালোবাসা অফুরান স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১০ দিনব্যাপী রজতজয়ন্তী কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান . আহমেদুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক . মুহাম্মদ সামাদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক . আবু মো. দেলোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একতালা দোতালা এবং একুশের গল্প নাটক মঞ্চস্থ হয়। ১০ দিনব্যাপী নাট্যোৎসবে টিএসসি মিলনায়তন এবং নাটমণ্ডল মিলনায়তনে ১৭টি নাটক মঞ্চস্থ হবে। শো শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫