বিএমসিসিআই ও ম্যাট্রেডের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সহযোগিতায় মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (ম্যাট্রেড) গতকাল বিএমসিসিআই অফিসে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের সুযোগ শীর্ষক একটি সেমিনার আয়োজন করে।

ম্যাট্রেডের তেল, গ্যাস, রাসায়নিক ও জ্বালানি বিভাগের পরিচালক ও প্রতিনিধি দলের নেতা জয় শঙ্কর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং মিশনের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন।

বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জাম হোসেনবাংলাদেশ মার্কেট ল্যান্ডস্কেপের ওভারভিউ শীর্ষক একটি স্লাইড উপস্থাপনা উপস্থাপন করেন।

ম্যাট্রেডের আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল, বিএমসিসিআইয়ের সদস্য, মালয়েশিয়ান হাইকমিশনের কর্মকর্তা, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স, মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য, শীর্ষস্থানীয়, চেম্বারস অ্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি, ব্যাংকার ও সরকারি কর্মকর্তারা এ বিজনেস সেমিনারে অংশ নেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫