ফুটবলে হারে শুরু

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবলে যে সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ, তার ছিটেফোঁটাও দেখা যায়নি এসএ গেমসের প্রথম ম্যাচে সাদামাটা নৈপুণ্যের মাশুল গুনে ভুটানের কাছে হেরে গেছে জামাল ভূঁইয়ার দল গতকাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফুটবল শুরুর দিনে বাংলাদেশের হার - গোলে

ম্যাচে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতির পর ৬৫ মিনিটে গোল করে ভুটানকে এগিয়ে নেন দলের সবচেয়ে বড় তারকা চেনচো গেইলশেন শেষ পর্যন্ত ওটাই ছিল ম্যাচের ভাগ্যনির্ধারক

এবারের এসএ গেমস ফুটবলে অংশ নিচ্ছে পাঁচ দেশ দলগুলো প্রাথমিক পর্বে খেলবে রবিন লিগ পদ্ধতিতে পর্ব শেষে শীর্ষ দুই দল স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবে ফাইনালে ১৯৯৯ ২০১০ সালের পর এসএ গেমসে তৃতীয় স্বর্ণপদকের প্রত্যাশা নিয়ে নেপাল গেছে ফুটবল দল ভুটানের কাছে হারে শুরুতেই ধাক্কা খেল সেই প্রত্যাশা

ম্যাচের ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া রবিউল হাসানের শট ক্রসবার উঁচিয়ে বাইরে যায় প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সম্ভাবনা তৈরি হয়েছিল ৩৮ মিনিটে গোলমুখে ফেলা মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে ঠিকভাবে হেড নিতে পারেননি সাদ উদ্দিন অর্ধে দুরূহ কোণ থেকে চেনচো গেইলশেনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়

৬৫ মিনিটে অবশ্য ভুল করেননি ভুটানের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চেনচো বাংলাদেশ গোল হজম করে রক্ষণের ভুলে ভুল পাসে বল পাওয়া চেনচো বাম দিক থেকে দ্রুত গোলপোস্টের দিকে এগিয়ে যান পোস্ট ছেড়ে এগিয়ে আসা আনিসুর রহমান জিকোও কুশলী ফরোয়ার্ডের সামনে বাধা হতে পারেননি নিখুঁত প্লেসিংয়ে বল জালে পাঠান ভুটান অধিনায়ক (-)

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫