সালমাদের মিশন শুরু আজ

শূন্য রান দিয়ে ৬ উইকেট!

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 ১৩ বল করে কোনো রান না দিয়ে উইকেট শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন কীর্তিই দেখা গেছে সাউথ এশিয়ান গেমসে নারী ক্রিকেটে নেপালি বোলার অঞ্জলি চাঁদের বিধ্বংসী বোলিং জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির আর দেখা যায়নি অঞ্জলির দিন মালদ্বীপ অলআউট মাত্র ১৬ রানে

পোখারায় ব্যাটিংয়ে নেমে প্রথম ওভার ভালোই খেলছিল মালদ্বীপ ওই ওভারগুলোয় উইকেট হারিয়ে মালদ্বীপ সংগ্রহ করে ১৫ রান ষষ্ঠ ওভারে বল হাতে এগিয়ে আসেন অঞ্জলি সেই ওভারে কোনো রান না দিয়েই নেন উইকেট নিজের দ্বিতীয় ওভারে একইভাবে কোনো রান না দিয়েই নেন উইকেট একাদশ ওভারের প্রথম বলে শাম্মা আলীকে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি গুটিয়ে দেন মালদ্বীপকে

মাত্র ১৭ রানের লক্ষ্য নেপালি ব্যাটারদের জন্য কোনো চ্যালেঞ্জই অবশিষ্ট রাখেননি বোলাররা প্রথম পাঁচ বলেই সেই লক্ষ্য অর্জন করে দলের জয় নিশ্চিত করেন কাজল শ্রেষ্ঠা বলে ১৩ রান করেন ওপেনার বাকি রান আসে অতিরিক্ত থেকে এতে ১০ উইকেটের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল তখনো বাকি ছিল ১১৫ বল ম্যাচসেরা হয়েছেন অঞ্জলি

আজ মাঠে নামছে বাংলাদেশ প্রথম ম্যাচে সালমাদের প্রতিপক্ষ শ্রীলংকা এবারের আসরে স্বর্ণকে পাখির চোখ করেছে মেয়েরা দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা জানান নিজেদের লক্ষ্যের কথা এবারই প্রথম বাংলাদেশের নারী দল অংশ নিতে যাচ্ছে এসএ গেমসে কিন্তু প্রথমবার হলেও সেরা হয়ে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ মেয়েরা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫