জয়পুরহাটে যৌতুক মামলায় সার্জেন্ট কারাগারে

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

 স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক সার্জেন্টকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জয়পুরহাটের আদালত গতকাল দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ আখতার জুলিয়েট আদেশ দেন

মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিতা বাজার এলাকার গোলাম মোস্তফার মেয়ে মায়া আকতারের সঙ্গে গত ১৪ আগস্ট একই উপজেলার শিশি নাজিরপাড়া উত্তরহাট শহর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে তরিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয় তরিকুল বগুড়া পুলিশের সার্জেন্ট পদে কর্মরত পুলিশে চাকরির কারণে ডিপার্টমেন্টের অনুমতির প্রয়োজন ছিল এজন্য ওইদিনই তাদের কাজী ডেকে মৌখিকভাবে বিয়ে হয় পরে গত ১১ নভেম্বর লাখ টাকা দেনমোহরে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয় পরে তরিকুল, মায়ার পরিবারের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন মায়ার পরিবার যৌতুক দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয় ঘটনায় গত ১৪ নভেম্বর মায়া আকতার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন গতকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে তরিকুল

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫