মার্কিন সেনাবাহিনী ও এনজিওর হংকং সফরে নিষেধাজ্ঞা চীনের

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 হংকংয়ে কোনো মার্কিন সামরিক জাহাজ উড়োজাহাজ অবতরণ অনুমোদন করবে না চীন সোমবার এক ঘোষণায় বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিওর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে বেইজিং খবর রয়টার্স

গত সপ্তাহে হংকং বিক্ষোভকারীদের সমর্থনে মার্কিন সংসদে বিল পাসের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়াং বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাই তারা যেন তাদের ভুল শুধরে নেয় এবং আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করে হংকংয়ের স্থিতিশীলতা সমৃদ্ধি বজায় রাখা এবং চীনের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রয়োজনীয় আরো পদক্ষেপ গ্রহণ করবে বেইজিং

হংকংয়ে কার্যক্রম পরিচালনায় যুক্তরাষ্ট্রভিত্তিক যেসব এনজিওর বিরুদ্ধে বেইজিং নিষেধাজ্ঞা জারি করেছে, তার মধ্যে রয়েছে ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্র্যাসি, দ্য ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হিউম্যান রাইটস ওয়াচ ফ্রিডম হাউজ

হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি অ্যাক্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের সমর্থনের পর গত সপ্তাহে পাল্টা পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত করেছিল চীন হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার পাশাপাশি চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন

হংকং বিতর্কে ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের বিষয়টি হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫