অনুপ্রবেশকারীদের বের করার সময়সীমা নির্ধারণ অমিত শাহর

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 আগামী ২০২৪ সালের মধ্যে ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে নাগরিকতা নিয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের আগে সোমবার ঝাড়খণ্ডে ঘোষণা দেন তিনি খবর হিন্দুস্তান টাইমস

পাঁচ ধাপে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দানকালে দেশব্যাপী নাগরিকপুঞ্জি কর্মসূচির বিরোধিতা করায় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও সমালোচনা করেন ঝাড়খণ্ডের পূর্বাঞ্চলীয় সিংগভূম জেলার বাহারাগোরা শহরে আয়োজিত জনসভায় উপস্থিত রাজনৈতিক কর্মীদের প্রতি অমিত শাহের প্রশ্ন দেশ থেকে এবং ঝাড়খণ্ড থেকে কি অনুপ্রবেশকারীদের বের করে দেয়া উচিত নয়?

এনআরসি নিয়ে রাহুল গান্ধীর সমালোচনার পরিপ্রেক্ষিতে অমিত শাহ আরো বলেন, সে যা বলতে চায় তাকে তা বলতে দাও তবে আমি এখানে আপনাদের আশ্বস্ত করছি যে ২০২৪ সালের মধ্যে প্রত্যেক অনুপ্রবেশকারীকে ভারত থেকে বের করে দেয়া হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫