জাতিসংঘের জলবায়ু কার্যক্রমের বিশেষ দূত হচ্ছেন মার্ক কারনি

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

জলবায়ু কার্যক্রম অর্থায়নের জন্য জাতিসংঘের বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছে ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) গভর্নর মার্ক কারনি। আগামী বছরের জানুয়ারিতে বিওই গভর্নরের দায়িত্ব ছাড়ার প্রস্তুতির মধ্যেই এই দায়িত্ব দেয়া হলো তাকে। খবর গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রতিযোগিতায় পূর্ণ মনোযোগ দিতে স্বেচ্ছাসেবামূলক পদটি থেকে নেমে যাচ্ছেন মার্কিন বিলিওনেয়ার মাইকেল ব্লুমবার্গ। নিউইয়র্কের সাবেক মেয়রের স্থলে জাতিসংঘের জলবায়ু কার্যক্রমের দায়িত্ব নিতে যাচ্ছেন কারনি।

আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় ২৬তম বৈশ্বিক জলবায়ু আলোচনার আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রণোদনা সৃষ্টির লক্ষ্যে বিওইর গভর্নরকে নিয়োগ দেয়া হয়েছে। মূলত বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন পরিবেশ স্কিমে বিনিয়োগে উৎসাহিত করা কারনির প্রধান দায়িত্ব হবে। যাতে ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তির বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দশমিক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্য অর্জনে সহায়তা পাওয়া যায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫