কার্বন নিঃসরণ কেলেঙ্কারি

ফক্সওয়াগনের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা শুরু যুক্তরাজ্যে

প্রকাশ: ডিসেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ফক্সওয়াগনের প্রায় ৯০ হাজার গাড়ির ক্রেতার পক্ষে আদালতে মামলা তুলছেন আইনজীবীরা। যুক্তরাজ্যের বাজারে ফক্সওয়াগনের সবচেয়ে জনপ্রিয় মডেলের গাড়িতে একটি ত্রুটিপূর্ণ সফটওয়্যারের মাধ্যমে কার্বন নিঃসরণ পরীক্ষায় প্রতারণার অভিযোগে ক্লাস অ্যাকশন মামলা শুরু হয়েছে। খবর গার্ডিয়ান।

২০১৫ সালে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিটি স্বীকার করে, বিশ্বব্যাপী কোটি ১০ লাখ গাড়িতে ওই সফটওয়্যার যুক্ত করে নীতিনির্ধারকদের কার্বন নিঃসরণ পরীক্ষায় ফাঁকি দেয়া হয়েছে। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হওয়ার পর ফৌজদারি দেওয়ানি শাস্তি হিসেবে ৪৩০ কোটি ডলার ক্ষতিপূরণ দেয় ফক্সওয়াগন। কোনো গাড়ি কোম্পানির বিরুদ্ধে এটাই ছিল সর্বোচ্চ ক্ষতিপূরণ। অবশ্য বিভিন্ন মামলা-মোকদ্দমা পরিচালনা ক্ষতিপূরণ বাবদ ফক্সওয়াগনের হাজার ১০০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫