মোংলা বন্দরের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

নানা আয়োজনে বাগেরহাটের মোংলা বন্দরের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। উপলক্ষে গতকাল বন্দরের প্রশাসনিক ভবন চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বন্দরের বর্তমান ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি . খন্দকার মহিদ উদ্দিন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেনসহ বন্দরের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা।

পরে বন্দর ব্যবহারকারীদের আরো উৎসাহিত করতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সর্বোচ্চ পণ্য হ্যান্ডলিংয়ের জন্য মেসার্স হক চৌধুরী অ্যান্ড সন্স কোম্পানির মালিক মো. ওহিদুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেন বেগম হাবিবুন নাহার। এছাড়া আমদানি-রফতানিতে বিশেষ অবদানের জন্যও বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫