ইতালি

উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

ইতালির উগ্র ডানপন্থী লীগ পার্টির বিরুদ্ধে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছে ফ্লোরেন্সের হাজারো বাসিন্দা। সাম্প্রতিক সময়ে কিছু তরুণের নেতৃত্বে পরিচালিত সারডিন মুভমেন্টের সর্বশেষ দফায় বিক্ষোভে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে। খবর এএফপি।

ইতালিতে সম্প্রতি ব্যাপক জনপ্রিয়তা পাওয়া উগ্রবাদী মতাদর্শের বিরুদ্ধে একটি প্রতীক হয়ে উঠেছে সারডিন মুভমেন্ট। উগ্র ডানপন্থী নেতা মাত্তিও সালভিনি নেতৃত্বাধীন লিগ পার্টির বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী থেকে শুরু করে পরিবারের শিশুদের নিয়েও অনেকে বিক্ষোভে অংশ নেন।

আয়োজকদের দাবি, ফ্লোরেন্সে ৪০ হাজারেরও বেশি মানুষ সমবেত হয়েছে, যা প্রথম বিক্ষোভে অংশ নেয়া ১৫ হাজারের চেয়ে অনেক বেশি। গত ১৫ দিনে দেশের বিভিন্ন স্থানে ধরনের ১০টি কর্মসূচির আয়োজন করেছে তারা।

২০১৮ সালের মার্চ অনুষ্ঠিত ইতালির সাধারণ নির্বাচনে বড় জয় পায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী কট্টর ডানপন্থীদের জোট। তবে জোটের দ্বিতীয় শক্তি লেগা নর্ড বা লিগ পার্টির নেতা উপপ্রধানমন্ত্রী মাত্তিও সালভিনির সঙ্গে মতবিরোধের জেরে ২০১৯ সালের আগস্টে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে। পরে তরুণ নেতা লুইজি ডি মাইয়োর ফাইভ স্টার মুভমেন্ট নিকোলা জিঙ্গারেত্তির ডেমোক্র্যাটিক পার্টি জোটবদ্ধ হয়ে নতুন সরকার গঠন করে। অবশ্য নতুন সরকারেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পান কন্তে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫