ফোন থেকে দূরে থাকেন এড শিরান

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০১৯

ফিচার ডেস্ক

শেপ অব ইউফটোগ্রাফখ্যাত জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। বয়স এখন ২৮। কিন্তু বয়সে তরুণ তারকাখ্যাতি থাকলেও শিরানের জীবনযাপনের ধারা একটু যেন ভিন্ন। শিরান কোনো ফোন ব্যবহার করেন না। তার সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় হলো -মেইল।

২০১৫ সালে এড শিরান ইলেকট্রনিক ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেন। শিরানের বন্ধু রোমার কেম্প ২০১৭ সালে গণমাধ্যমকে বলেছিলেন, ‘এডের কোনো ফোন নেই। তাকে কেবল -মেইলে পাওয়া সম্ভব।সে সময় শিরান জানিয়েছিলেন, ফোন থেকে দূরে থাকা তাকে মানসিক চাপ থেকে মুক্তি দিয়েছে।

এড শিরান তার যোগাযোগের পদ্ধতি নিয়ে বলেছেন, ‘আমি একটা আইপ্যাড কিনেছি। এটা দিয়ে -মেইল চালাচালি করি। এতে মানসিক চাপ অনেক কমে গেছে। আমি ভোরে ঘুম থেকে জাগি না এবং জেগে উঠে আমাকে অন্তত ৫০ জনের ফোনের মেসেজের জবাব দিতে হয় না। তার চেয়ে এখন ঘুম থেকে উঠে শান্তিমতো এক কাপ চা খাই।

শুধু ফোন নয়, এড শিরান তার জীবন থেকে অনেক বন্ধুকেও ছেঁটে ফেলেছেন। শিরানের মতে, এটা তাকে অনেক দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছে। যাদের ওপর শিরান ভরসা করতে পারেন, শুধু তাদের সঙ্গেই যোগাযোগ রাখেন। শিরান দিনে দুবার -মেইল খোলেন।

 

সূত্র: পিংকভিলা


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫