মালয়েশিয়ান পাম অয়েলের দাম দুই বছরের সর্বোচ্চে

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘদিন ধরে নিম্নমুখী রয়েছে মালয়েশিয়ার পাম অয়েলের বাজার। কিন্তু পাম অয়েলের বিপরীতে অন্যান্য ভোজ্যতেলের বাজার চাঙ্গা হওয়ায় এবং ইন্দোনেশিয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দেয়ার সিদ্ধান্তে আবারো দাম বাড়তে শুরু করেছে মালয়েশিয়ান পাম অয়েলের। গত শুক্রবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম দুই বছরের সর্বোচ্চে পৌঁছে। খবর রয়টার্স।

শুক্রবার শেষ হওয়া কার্যদিবসে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম দশমিক শতাংশ বেড়ে প্রতি টনে দাঁড়িয়েছে হাজার ৭৪৪ রিঙ্গিত (স্থানীয় মুদ্রা) যদিও দিনের শুরুতে এদিন পাম অয়েলের দাম দশমিক শতাংশ কমে যায়। তবে একটা পর্যায়ে ভোজ্যতেলটির দাম হাজার ৭৮২ রিঙ্গিতে পৌঁছে, যা ২০১৭ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫