নভেম্বরে দক্ষিণ কোরিয়ার রফতানি কমেছে ১৪.৩%

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

গত নভেম্বরে প্রত্যাশার চেয়েও হ্রাস পেয়েছে দক্ষিণ কোরিয়ার রফতানি। বিশ্ব বাণিজ্যের পরিমাপক হিসেবে স্বীকৃত দেশটির রফতানি গত বছরের একই মাসের তুলনায় ১৪ দশমিক ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। বৈশ্বিক চাহিদায় দীর্ঘদিনের শ্লথগতিতে টানা ছয় মাসের জন্য দুই অংকের রফতানি হ্রাস প্রত্যক্ষ করল দেশটি। খবর ব্লুমবার্গ।

ব্লুমবার্গের অর্থনীতিবিদদের জরিপে অবশ্য দশমিক ৭০ শতাংশ রফতানি হ্রাসের পূর্বাভাস দেয়া হয়েছিল। রোববার প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে আরো দেখা গেছে, নভেম্বরে দেশটির আমদানি হ্রাস পেয়েছে ১৩ শতাংশ।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্যযুদ্ধই শুধু দক্ষিণ কোরিয়ার ওপর প্রভাব ফেলেনি, বৈশ্বিক শ্লথগতি চুক্তিহীন ব্রেক্সিটও এক্ষেত্রে প্রভাব রেখেছে। গত সেপ্টেম্বর থেকেই বিশ্বের শীর্ষ ১০ রফতানিকারক দেশের রফতানি হ্রাস পাচ্ছে। অঞ্চল হিসেবে চীনের ওপর অতি নির্ভরশীলতা এবং খাত হিসেবে সেমিকন্ডাক্টরের ওপর অতি নির্ভরশীলতায় আমরা বিশেষভাবে আক্রান্ত হয়েছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫