ব্রাহ্মণবাড়িয়ায় শিবিরের ২০ নেতা-কর্মী আটক

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

বণিক বার্তা অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রশিবিরের জেলা সভাপতিসহ সংগঠনটির ২০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (০১ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা শহরের ভাদুঘর এলাকার আলহেরা হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের প্রিজনভ্যানে করে থানায় নিয়ে যায় পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ও ২ নম্বর ফাঁড়ির পরিদর্শক সোহাগ রানা জানান, আটক হওয়া ব্যক্তিরা কসবা,আখাউড়া, বাঞ্ছারামপুর, নবীনগর, সদর উপজেলা ছাত্রশিবিরের সদস্য ও কর্মী।

তিনি বলেন, ছাত্রশিবিরের পুরো জেলার কার্যক্রম আলহেরা হাফিজিয়া মাদ্রাসা থেকে পরিচালিত হতো বলে জানা গেছে। ওই মাদ্রাসা থেকে বিপুলসংখ্যক জিহাদি বই, সিডি, প্রচারপত্র, পোস্টার, চাঁদার রশিদ, কর্ম-পরিকল্পনার ডায়েরি ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫