যৌতুকের মামলায় অতিরিক্ত সচিব গ্রেফতার

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

বণিক বার্তা অনলাইন

যৌতুকের দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাতে বেইলি রোডের সরকারি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এমন সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, জরুরি সেবার হটলাইন ৯৯৯- এ একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে। ফোনে চিকিৎসক স্ত্রী ফাতেমা জাহান তার স্বামী অতিরিক্ত সচিব জাকির হোসেনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে পুলিশের একদল বিশেষ টিম ওই বাসায় গিয়ে ফাতেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)পাঠান।

পরে ফাতেমা (৩৯) তার স্বামীর বিরুদ্ধে রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় যৌতুকের দাবিতে জাকির তাকে প্রায়ই নির্যাতন করতেন বলে উল্লেখ করা হয়।  মামলা হওয়ার পর পুলিশ জাকিরকে গ্রেফতার করে করেছে।

অতিরিক্ত উপ-কমিশনার আজিমুল হক বলেন, এই মামলায় আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫