জাতীয় কর দিবস পালিত

উন্নয়ন চাইলে কর জিডিপির অনুপাত বাড়াতে হবে —এনবিআর চেয়ারম্যান

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

স্থিতিশীল উন্নয়ন চাইলে কর জিডিপির অনুপাত বাড়াতে হবে। দেশে ১৬ কোটির বেশি জনগণ থাকলেও কর দেয় মাত্র শতাংশ। এটি আমাদের জন্য গৌরবের বিষয় নয়। এশিয়ার মধ্যে আমাদেরই সবচেয়ে কমসংখ্যক মানুষ কর দেয়। তাই সরকার চাচ্ছে সবাই কর দিক। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রাঙ্গণে আয়কর দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

পায়রা বেলুন উড়িয়ে জাতীয় আয়কর দিবস-২০১৯-এর শোভাযাত্রার উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর আয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টি মানুষকে নিয়মিত করদানে উৎসাহিত করতে দেশব্যাপী কর্মসূচির আয়োজন করে। সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর স্লোগান সামনে রেখে বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য হলো—‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন

শোভাযাত্রায় বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। এরপর ঘোড়ার গাড়িতে করে শোভাযাত্রায় অংশ নেন চেয়ারম্যান। শোভাযাত্রাটি এনবিআরের সামনে থেকে বের হয়ে মত্স্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আয়কর দিবসের স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে বোর্ড বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫