আহ্ছানউল্লা স্বর্ণপদক পেলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক-২০১৮- ভূষিত হলেন জাতীয় অধ্যাপক . আনিসুজ্জামান। উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক . এমএইচ খান মিলনায়তনে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান সম্পর্কে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, তিনি শুধু একজন স্বনামধন্য অধ্যাপকই নন, তার জ্ঞানগর্ভ অভিজ্ঞতালব্ধ গবেষণা, মৌলিক প্রবন্ধ, স্মৃতিকথা এবং সম্পাদিত বহু গ্রন্থ তাকে পাঠক সমাজে নন্দিত করেছে। তার সাহিত্যকর্ম সর্বজনবিদিত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫