আইজিপি কাপে ডিএমপি চ্যাম্পিয়ন

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক

 বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দল চ্যাম্পিয়ন হয়েছে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে সিলেট রেঞ্জ দলকে - গোলে পরাজিত করে দলটি

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠে এসেছে পুলিশ এফসি স্থানীয় বিদেশী ফুটবলার মিলিয়ে ভালো মানের দলও গড়া হয়েছে সাইপ্রাসের নিকোলাস ভিতোরোভিচকে প্রধান কোচ নিয়োগ দেয়া হয়েছে ঘরোয়া শীর্ষ লিগে উঠে আসায় ফাইনাল ম্যাচ ঘিরে পুলিশ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধির তাগিদ দিলেন পুলিশ মহাপরিদর্শক . মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ পুলিশের গৌরবময় ঐতিহ্য রয়েছে ঐতিহ্য ধরে রাখতে হবে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে হবে নিয়মিত অনুশীলন করতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়েই কৃতী খেলোয়াড় বেরিয়ে আসবে আপনাদের খেলা দেখে অন্যরা অনুপ্রাণিত হবেন

অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বাংলাদেশ পুলিশ ফুটবল পরিষদের সভাপতি . বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, পুলিশ স্টাফ কলেজের রেক্টর শেখ মুহাম্মদ মারুফ হাসান, সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ পুলিশ এফসির সদস্যরা উপস্থিত ছিলেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫