নওগাঁয় ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

 নওগাঁয় ১৯ কেজি ২৪০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে টাস্কফোর্স গত শুক্রবার রাতে জেলার নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দ চম্পা গ্রামে অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়

সময় নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দা চম্পা গ্রামের আব্দুল মান্নানের বাড়ির পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি ২৪০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা

তিনি আরো জানান, মূর্তিটি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি রেখে পালিয়ে যায়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫