জানুয়ারি থেকে যুক্তরাজ্যে ট্রেন ভাড়া বাড়বে ২.৭%

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০১৯

আগামী জানুয়ারিতে যুক্তরাজ্যজুড়ে ট্রেন ভাড়া গড়ে দশমিক ৭০ শতাংশ বাড়তে পারে। সম্প্রতি এক ঘোষণায় তথ্য নিশ্চিত করেন ট্রেন অপারেটররা।

যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বিভিন্ন যাত্রী সংগঠন আন্দোলনকারীরা। শনিবার ২০২০ সালের ট্রেন ভাড়া প্রকাশের সময় রেল শিল্প যুক্তি দেখায় যে আরপিআই মূল্যস্ফীতির ওপর ভিত্তি করে ভাড়া বেড়েছে।

চলতি বছরের জুলাইয়ে দশমিক ৮০ শতাংশ আরপিআই মূল্যস্ফীতির ভিত্তিতে ট্রেন ভাড়া নির্ধারণ করেছেন নীতিনির্ধারকরা। তবে শনিবার ভাড়া বৃদ্ধির বিষয়টি সিপিআই মূল্যস্ফীতির তুলনায় বেশি হয়েছে। গত মাসে যুক্তরাজ্যের সিপিআই মূল্যস্ফীতি ছিল দশমিক ৫০ শতাংশ এবং জুলাইয়ে ছিল দশমিক ১০ শতাংশ।

প্রসঙ্গে লেবার পার্টির ছায়া

পরিবহনমন্ত্রী অ্যান্ডি ম্যাকডোনাল্ড বলেন, আগামী জানুয়ারিতে ভাড়া হ্রাস উপভোগ করা উচিত যাত্রীদের, আরেকবার বৃদ্ধি নয়।          সূত্র: গার্ডিয়ান


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫