খুলনায় নৌযান শ্রমিকদের ধর্মঘটে যাত্রী দুর্ভোগ চরমে

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধ,খুলনা

খুলনায় নৌযান শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। শুক্রবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের আহবানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন তারা। ফলে আজ শনিবার সকাল থেকেই খুলনা অঞ্চলের যাত্রীরা দুর্ভোগে পরেছেন। আর নৌযান শ্রমিকরা বিভিন্ন ধরনের খেলাধুলা আর হাসি আড্ডায় অলস সময় অতিবাহিত করছেন।

নৌযান শ্রমিক ইউনিয়ন খুলনার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, নৌযান শ্রমিকরা ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাবেন।

আজমল হোসেন নামে এক যাত্রী বলেন, স্বল্প খরচে যাতায়াতের মাধ্যম নৌপথ। এ কারণে তিনি এখনও কয়রায় তার গ্রামে লঞ্চে যাতায়াত করেন। শনিবার সকাল সাড়ে ৬টার লঞ্চ পেতে ৬টার মধ্যে খুলনার লঞ্চ ঘাটে যান তিনি। কিন্তু লঞ্চ শ্রমিকরা জানান লঞ্চ বন্ধ রয়েছে। ফলে পরিবার নিয়ে ফিরে আসতে হয়। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫