রিলিজ ক্লজ ৭৫ কোটি ইউরো!

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করলেন তরুণ মিডফিল্ডার ফেদে ভালভার্দে চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে তাকে দীর্ঘ সময়ের জন্য চুক্তিবদ্ধ করল ক্লাবটি এছাড়া জিনেদিন জিদানের একাদশেও তিনি নিয়মিত মুখ তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে তার চুক্তিতে থাকা রিলিজ ক্লজ, যা বার্সেলোনার লিওনেল মেসির রিলিজ ক্লজের চেয়েও বেশি ২১ বছর বয়সী উরুগুইয়ান মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৭৫ কোটি ইউরো! বাংলাদেশী মুদ্রায় যা প্রায় হাজার ২৩৫ কোটি টাকা

মজার ব্যাপার, রিলিজ ক্লজে মেসির চেয়েও এগিয়ে ভালভার্দে বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের সর্বশেষ চুক্তিতে রিলিজ ক্লজ রাখা হয়েছে ৭০ কোটি ইউরো তার চেয়েও বেশি রিলিজ ক্লজ রাখা হলো ভালভার্দের চুক্তিতে অবশ্য এর চেয়েও বেশি রিলিজ ক্লজের ইতিহাস রয়েছে ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর আগে বার্নাব্যুতে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর রিলিজ ক্লজ ছিল ১০০ কোটি ইউরো! যদিও রিলিজ ক্লজের ভিত্তিতে তার দলবদল হয়নি সেখানে দুই ক্লাবের মধ্যে সমঝোতার পর রোনালদোকে ১০ কোটি ইউরোয় পেয়েছে জুভেন্টাস

এছাড়া কিছু খেলোয়াড়ের রিলিজ ক্লজ আপনাকে চমকে দেবে রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার রিলিজ ক্লজও ১০০ কোটি ইউরো এছাড়া যেসব খেলোয়াড়ের রিলিজ ক্লজ বেশি, তাদের মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের স্প্যানিশ খেলোয়াড় ইসকো মার্কো অ্যাসেনসিও দুজনেরই রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো করে

রিয়াল মাদ্রিদে ভালভার্দে যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তা প্রমাণ করছে এই রিলিজ ক্লজ আসলে তাকে রেখে দেয়ার উদ্দেশ্যেই হয়তো এমনটি করেছে লস ব্লাঙ্কোসরা এতটা বেশি রিলিজ ক্লজ রাখায় এখন ইউরোপের বড় কোনো ক্লাব হয়তো তাকে কেনার কথা ভাববে না কেননা তাকে রিয়ালের অনিচ্ছায় কিনতে হলেই যে গুনতে হবে ৭৫ কোটি ইউরো এটা কি সম্ভব? ফুটবল ইতিহাসেই যে এখন পর্যন্ত দলবদলের বিশ্বরেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ২০১৭ সালের গ্রীষ্মে ওই পরিমাণ অর্থে নেইমারকে বার্সেলোনা থেকে ছিনিয়ে নিয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তবে সেটা নেইমার বলেই হয়েছে তাই বলে ৭৫ কোটি দিয়ে ভালভার্দের মতো একজন অখ্যাত ফুটবলারকে কিনবে কোনো দল?

দলের তরুণ তারকা খেলোয়াড়দের চুক্তি নবায়নে বেঁধে ফেলার নীতিতে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ সম্প্রতি তারা সাড়ে পাঁচ বছরের জন্য চুক্তি করেছে ব্রাজিলিয়ান সেনসেশন রদ্রিগো

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫