বাঁশের বেড়ায় বন্ধ রাস্তা বিপাকে ৩০ পরিবার

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নওগাঁ

 নওগাঁর রানীনগরের কালীগ্রাম ইউনিয়নের কাচারী বেলঘড়িয়া গ্রামে একটি গ্রামীণ রাস্তা দিয়ে যাতায়াত করে ৩০টি পরিবার তবে রাস্তার জমি নিজের দাবি করে তাতে বাঁশের বেড়া দিয়েছেন ওই গ্রামেরই আরেক বাসিন্দা এতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাতায়াতকারীরা

স্থানীয় সূত্র জানায়, কাচারী বেলঘড়িয়া গ্রামের বাসিন্দারা কয়েক দশক ধরে একটি গ্রামীণ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে তবে গোপেশ্বর চন্দ্র নামে এক ব্যক্তির দাবি, রাস্তার জমি তার নিজের দাবিতে ২০১২ সালে তিনি ওই রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলেন ওই সময় পুলিশ এসে তা সরিয়ে দেয় সপ্তাহখানেক আগে তিনি আবার ওই রাস্তা বাঁশের বেড়া দিয়েছেন এতে অবরুদ্ধ হয়ে অন্তত ৩০ পরিবারের স্বাভাবিক কার্যক্রম যাতায়াত বন্ধ হয়ে গেছে এছাড়া স্থানীয় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এবং কৃষকরা ধান কেটে বাড়িতে আনতে পারছেন না

সাধন, মদন কুমার, নিতাই চন্দ্রসহ স্থানীয় কয়েক বাসিন্দা বলেন, বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে জমি কারো নিজের হলে শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করা যায় এখন রাস্তা বন্ধ থাকায় আমাদের আরেক গ্রাম ঘুরে যাতায়াত করতে হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না

তারা বলেন, রাস্তার জমি নিয়ে বিরোধে একাধিবার মারামারি হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সদস্য বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি

বিষয়ে গোপেশ্বরের ছেলে রুহিদাশ চন্দ্র বলেন, রাস্তা আমাদের জমির মধ্যে পড়েছে তাই আমরা বাঁশের বেড়া দিয়ে দখলে নিয়েছি এতদিন ধরে আমরা রাস্তার জন্য জায়গা দিয়েছি, কিন্তু এখন আর দেব না যাদের সমস্যা তারা রাস্তা তৈরি করে চলাচল করুক এতে যদি আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হয়, দেব

কালীগ্রাম ইউপির সিরাজুল ইসলাম বাবলু মন্ডল বলেন, রাস্তার জায়গাসংক্রান্ত সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে আমি স্থানীয়দের সমস্যাটি সমাধান করার জন্য বলেছি এতে আমার সহযোগিতা থাকবে আর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করার বিষয়টি খতিয়ে দেখছি

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, বিষয়টি সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খোঁজ নিয়ে জানাতে বলেছি চেয়ারম্যান যদি বিষয়টি সমাধান করতে না পারেন, তাহলে অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে আমি তদন্ত করে ব্যবস্থা নেব


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫