শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার —পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি হবিগঞ্জ

 পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করছেন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে এটা সরকারের বড় সাফল্য

গতকাল দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে এরই ধারাবাহিকতায় নবীগঞ্জের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঁচতলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হবে

তিনি বলেন, সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে ৫০০ কোটি টাকা আছে এসব টাকার একটি অংশ জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা বিভাগের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে ব্যয় করা হবে সময় এলাকাবাসীর দাবির পরিপ্রক্ষিতে মন্ত্রী ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির জন্য একটি গাড়ি দেয়ার আশ্বাস দেন একই সঙ্গে ইনাতগঞ্জকে থানায় রূপান্তরের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা করার আশ্বাস প্রদান করেন

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য দেওয়ান শাহ নওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংসদ সদস্য জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য মুহিবুর রাহমান মানিক, সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম প্রমুখ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫