শ্রীলংকাকে ৪৫ কোটি ডলার ঋণ সহায়তা ভারতের

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ৪৫ কোটি ডলার ঋণ সহায়তা অনুমোদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে ভারত খবর হিন্দুস্তান টাইমস

১৮ নভেম্বর শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বৈদেশিক সফরে ভারতে আসেন গোতাবায়া নির্বাচনের পরপরই নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি সফর করেন তিনি মোদির আমন্ত্রণপত্র ব্যক্তিগতভাবে সরাসরি পৌঁছেছে দিতে ১৯ নভেম্বর শ্রীলংকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর

শুক্রবার তামিল ইস্যুসহ মোদি গোতাবায়ের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বিস্তৃত আলোচনা হয় হায়দরাবাদ হাউজে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রতিবেশী আগে নীতির দিকে ইঙ্গিত করেন মোদি এছাড়া গোতাবায়ার সফরের মাধ্যমে দুদেশের মধ্যে যুগব্যাপী সম্পর্ক চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেন তিনি

সন্ত্রাসবাদের বিরুদ্ধে শ্রীলংকার যুদ্ধে ভারত পাশে থাকবে বলে আশ্বাস দেন মোদি এক্ষেত্রে দ্বীপরাষ্ট্রটিকে কোটি ডলার লাইন অব ক্রেডিট (এলওসি) ঋণ প্রতিশ্রুতি দেন তিনি একই সঙ্গে শ্রীলংকার অর্থনীতি চাঙ্গায় তিনি ৪০ কোটি ডলার এলওসিরও অঙ্গীকার করেন ভারত যে এরই মধ্যে শ্রীলংকায় জাতিগত তামিলদের ঘরবাড়ি নির্মাণ প্রকল্পে কাজ করে যাচ্ছে, সেদিকে ইঙ্গিত করেন মোদি

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গৃহায়ন প্রকল্পের আওতায় শ্রীলংকায় এরই মধ্যে ৪৬ হাজার ঘরবাড়ি নির্মাণে সহায়তা করেছে ভারত একই সঙ্গে তামিল বংশোদ্ভূত জনগোষ্ঠীর জন্য আরো ১৪ হাজার ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫