ট্রাম্পের সফরের পর শান্তি আলোচনায় প্রস্তুত তালেবান

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন তালেবান দেশটিতে অবস্থিত মার্কিন সেনাদের ধন্যবাদ জানাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পর কথা জানাল গোষ্ঠীটি থ্যাংকস গিভিংয়ের এই আকস্মিক সফরে গিয়ে ট্রাম্প জানান, তার বিশ্বাস মৌলবাদী গোষ্ঠীটি যুদ্ধবিরতির জন্য সম্মত হবে খবর রয়টার্স

তিন তালেবান জঙ্গির সঙ্গে দুই পশ্চিমা জিম্মি বিনিময়ের এক সপ্তাহ পর সফর করলেন ট্রাম্প এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ট্রাম্পের প্রথম আফগানিস্তান সফর বন্দি বিনিময়ের ঘটনা আফগানিস্তানে তালেবানের সঙ্গে দীর্ঘ ১৮ বছর ধরে চলা লড়াই অবসানে একটি শান্তি চুক্তির আশা বাড়িয়ে তুলেছে

স্থানীয় সময় বৃহস্পতিবার কাবুলে পৌঁছার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তালেবান একটি চুক্তি করতে চায় এবং আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব আমরা যুদ্ধবিরতি চেয়েছি কিন্তু তখন তারা সেটা চায়নি এখন তারা যুদ্ধবিরতি চায়, ফলে আমার বিশ্বাস সম্ভবত এভাবেই কাজ হবে

এদিকে তালেবান নেতারা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহের শেষ থেকে গোষ্ঠীটি দোহায় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যাচ্ছে উভয় পক্ষ দ্রুতই আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু করতে পারে বলে জানিয়েছেন তারা

গতকাল তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ট্রাম্প আলোচনা বাতিল করার পর শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়ে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫