তুরস্ক ও কাতারের মধ্যে এমওইউ সই

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 তুরস্কের রাষ্ট্রপতির আর্থিক অফিস কাতারের আর্থিক কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে খবর আনাদোলু

এই এমওইউতে কাতারের পক্ষে স্বাক্ষর করেন দেশটির আর্থিক কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইউসুফ মুহাম্মদ আল-জায়দা অন্যদিকে তুরস্কের পক্ষে সই করেন দেশটির রাষ্ট্রপতির আর্থিক অফিসের প্রধান গোকসেল আসান এদিকে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি

সমঝোতা স্মারক উভয় দেশের অর্থনীতি আর্থিক বন্ধনকে দৃঢ় করবে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্টের আর্থিক অফিস প্রধান তিনি বলেন, আর্থিক প্রযুক্তি অংশগ্রহণমূলক অর্থে ইস্তাম্বুল সুবিধাজনক অবস্থানে রয়েছে 

স্বাক্ষরিত এমওইউ সম্পর্কে কাতার আর্থিক কেন্দ্রের সিইও বলেন, আমাদের আর্থিক কেন্দ্র রাষ্ট্রীয় পর্যায়ে অংশীদারিত্বের ভিত্তিতে নতুন প্রবৃদ্ধি কৌশল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে এটি উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা দিতে পারবে বলে আশা করছি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫