যুক্তরাজ্যের ভোক্তা আস্থা সূচকে পতন অব্যাহত

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

চলতি বছরের নভেম্বরে যুক্তরাজ্যের ভোক্তা আস্থায় পতন অব্যাহত থাকায় তা ২০১০ সালের সাধারণ নির্বাচনের পর সর্বনিম্নে দাঁড়িয়েছে গতকাল ইউরোপের বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান জিএফকে জানায়, নভেম্বরে সংস্থাটির প্রধান ভোক্তা মনোভাব সূচক ঋণাত্মক ১৪ পয়েন্টে বহাল রয়েছে এদিকে আগামী ১২ মাসের জন্য অর্থনীতি নিয়ে প্রত্যাশা বাড়লেও গুরুত্বপূর্ণ ক্রয় সাশ্রয়সংশ্লিষ্ট পূর্বাভাসগুলোয় পতন ঘটেছে মূলত অব্যাহত ব্রেক্সিট অনিশ্চয়তা ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলায় প্রায় চার বছর ধরে গুরুত্বপূর্ণ সূচকটি শূন্যের নিচে রয়েছে

২০১০ সালের নির্বাচনের আগে ভোক্তা আস্থা সূচক ঋণাত্মক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছিল ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর অনুষ্ঠিত নির্বাচনটিতে কঠোর মিতব্যয়ী নীতি গ্রহণের ডাক দেয়া কনজারভেটিভ পার্টি লন্ডনের ক্ষমতায় আসে সূত্র: ব্লুমবার্গ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫