মো. ওয়ালি উল্লাহ সোনালী ব্যাংকের নতুন ডিএমডি

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

মো. ওয়ালি উল্লাহ দেশের বৃহত্তম রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকে নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন যোগদানের আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের ফরিদপুর, রাজশাহী, বরিশাল রংপুরের সার্কেল প্রধান (জেনারেল ম্যানেজার) হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন ওয়ালি উল্লাহ পাঁচ বছর অগ্রণী রেমিট্যান্স হাউজ মালয়েশিয়ার প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মালয়েশিয়া থেকে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রেরণ নতুন শাখা খোলায় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক প্রশংসাপত্র প্রাপ্ত হন ৩১ বছরের চাকরি জীবনে তিনি ব্যাংকের বিভিন্ন শাখার ম্যানেজার, অঞ্চল প্রধান হিসেবে ছিলেন এছাড়া তিনি পাঁচ বছরেরও অধিক সময় অগ্রণী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের একজন অনুষদ সদস্য ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন মো. ওয়ালি উল্লাহ ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫