বাংলাদেশে বিদ্যুৎ ও রেলওয়ে খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য

প্রকাশ: নভেম্বর ৩০, ২০১৯

বাংলাদেশে বিদ্যুৎ রেলওয়ে সংযোগ খাতে যৌথ বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আইএম পাওয়ারের চেয়ারম্যান গর্ডন জে ডিকি সিইও এলেনা বারানোভা এবং টেন ব্রোক কোম্পানির এমডি পল তোভদেলসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে কথা বলেন

মতবিনিময়কালে বিডার নির্বাহী চেয়ারম্যান বিদু্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশের অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ভবিষ্যতে উন্নত বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরো বেশি পরিবেশবান্ধব বিদ্যুত্শক্তির প্রয়োজন হবে এবং পদ্মা সেতু চালুর পর পায়রা বন্দর থেকে ঢাকা হয়ে কক্সবাজার পর্যন্ত রেল কানেক্টিভিটি তৈরির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫