পাকিস্তান দলে একাধিক পরিবর্তন

প্রকাশ: নভেম্বর ২৯, ২০১৯

ব্রিসবেনে ইনিংস ব্যবধানে হেরেছে পাকিস্তান গ্যাবায় পাকিস্তানের পেস বোলিং আক্রমণ ছিল নখদন্তহীন তাই পেস আক্রমণ আরো শাণিত করতে অ্যাডিলেড টেস্টে ডাকা হলো মোহাম্মদ আব্বাসকে অ্যাডিলেডে দিবা-রাত্রির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়

ব্যাটিংয়েও আসছে পরিবর্তন অধিনায়ক আজহার আলি ওপেনিং না করে তিনে ব্যাটিং করবেন তার জায়গায় শান মাসুদের সঙ্গে ওপেন করবেন ইমাম-উল-হক বাদ পড়ছেন হারিস সোহেল

১৪ টেস্টে ১৮ দশমিক ৮৬ গড়ে ৬৬ উইকেট শিকার করা আব্বাসকে ব্রিসবেনে বাদ দেয়াটা ছিল পাকিস্তানের জন্য বড় ভুল তবে ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহর জন্যই মূলত বাদ পড়তে হয় আব্বাসকে গ্যাবায় ইনিংস ব্যবধানে হারের পর টনক নড়েছে কোচ মিসবাহ-উল-হকের

ম্যাচের একাদশ আজ সকালে ঘোষণা করা হবে তবে এরই মধ্যে পরিবর্তনের আভাস দেয়া হয়েছে আজহার বলেন, অবশ্যই কিছু পরিবর্তন আসছে আব্বাসও কি পরিবর্তনে দলে আসছেন? এমন প্রশ্নের উত্তরে আজহার, হ্যাঁ টেস্ট ম্যাচে সে অনেক ভালো করেছে এবং বোলিংয়ে নিয়ন্ত্রণ আনার সামর্থ্য রাখে সর্বশেষ ম্যাচ থেকে সে কঠোর পরিশ্রম করে আসছে, এখন তাকে দারুণ ফিটও মনে হচ্ছে

আব্বাস একাদশে এলে কে বাদ পড়বেন তা জানাননি আজহার তবে ধারণা করা হচ্ছে, ব্রিসবেনে ভালো করতে না পারা ইমরান খান বাদ পড়বেন বিশ্রাম দেয়া হতে পারে ১৬ বছর বয়সী নাসিম শাহকেও তরুণ খেলোয়াড়টির ওপর থেকে কাজের চাপ কমাতে বিশ্রাম দেয়া হতে পারে তাছাড়া সম্প্রতি সে মাকেও হারিয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৩ ম্যাচে হেরে কোণঠাসা পাকিস্তান এবার ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়ায় জিততে হলে তাদের বোলারদের জ্বলে উঠতে হবে অ্যাডিলেডে তারা পড়ছে আরেক নতুন পরীক্ষায় এবার ম্যাচ গোলাপি বলে আগে গোলাপি বলে পাঁচ টেস্ট খেলে সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া, বিপরীতে পাকিস্তান একমাত্র ম্যাচ খেলে হেরেছে দারুণ ফর্মে ডেভিড ওয়ার্নার, জো বার্নস মার্নুস লাবুশেন

আজহার স্বীকার করেন, দুবার বোলিং করতে না পারার কারণেই মূলত অস্ট্রেলিয়ায় দীর্ঘদিনের ব্যর্থতা তাদের পাকিস্তান দলনায়ক বলেন, অস্ট্রেলিয়ায় আমাদের অনেক সফরেই উইকেট নিতে পারিনি বলে ধুঁকতে হয়েছে এখন আমাদের রান-গড় নিয়ন্ত্রণ করতে হবে, সঠিক জায়গায় বল ফেলতে হবে অনেকে বলেন, অস্ট্রেলিয়ার উইকেট বোলিং-সহায়ক

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫