ওজনে কম দেওয়ার দায়ে পেট্রোল পাম্পের ম্যানেজারকে কারাদণ্ড

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি,ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনে গ্রাহকদের তেল কম দেওয়ার অপরাধে ওই পাম্পের ম্যানেজার হাবিবুর রহমান (৬০) কে ৬ মাসের কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআই এর একটি টিম সেখানে অভিযান চালায়।

এসময় তারা প্রতি ১০লিটারে ১৫০ মিঃ লিঃ তেল কম দেওয়ার প্রমাণ পায়। এঅভিযোগে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামি করে একটি মামলা দায়ের করে।

মামলার চার্জ গঠন ও শুনানি শেষে আদালত হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারদণ্ড প্রদান করা হয়।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫