কমপ্লায়েন্স নিশ্চিত হলে ব্যাংকিং খাতের সুনাম অক্ষুণ্ন থাকবে : গভর্নর

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের গ্রাহক, বিনিয়োগকারী নিয়ন্ত্রক সংস্থাগুলোর আস্থা অর্জনে কমপ্লায়েন্স সংস্কৃতি খুবই জরুরি। মুনাফা বৃদ্ধি, ব্যবসায় সম্প্রসারণ আন্তর্জাতিক ব্যাংকিংয়ের ক্ষেত্রেও যেকোনো ব্যাংককে কমপ্লায়েন্ট হতে হবে। কমপ্লায়েন্স নিশ্চিত হলে দেশের ব্যাংকিং খাতের সুনাম অক্ষুণ্ন থাকবে। গতকাল রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুই দিনব্যাপী ৮ম বার্ষিক ব্যাংকিং সম্মেলন ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এসব কথা বলেন।

তিনি বলেন, কমপ্লায়েন্স প্রক্রিয়া ব্যাংকগুলোর রিপোর্টিং স্টাইলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং। বাণিজ্যিক ব্যাংকগুলোর উন্নত রিপোর্টিং কমপ্লায়েন্স নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে প্রস্তুত রয়েছে।

ব্যাংকিং সম্মেলন আয়োজনের জন্য বিআইবিএমকে অভিনন্দন জানিয়ে গভর্নর বলেন, বিআইবিএম আয়োজিত ব্যাংকিং সম্মেলন বৃহৎ আয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, ধরনের সম্মেলন নতুন ধারণা উদ্ভাবনে আমাদের সহায়তা দেবে।

তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের স্বচ্ছতা কমপ্লায়েন্স নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। সময়োপযোগী নীতি প্রণয়ন জারি করে তা বাস্তবায়নে জোর দিয়েছে। প্রতি বছর ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশের মাধ্যমে ব্যাংকিং আর্থিক খাতের সব ধরনের তথ্য স্টেকহোল্ডারদের জন্য তুলে ধরা হচ্ছে। আর্থিক অপরাধ মানি লন্ডারিং প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের মহাপরিচালক . মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অধ্যাপক . শাহ মো. আহসান হাবীব।

সম্মেলনটি উদ্বোধনের পর কি অপারেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট এরিয়াজ অব ব্যাংকস ওয়ান এবং কি অপারেশনাল অ্যান্ড ম্যানেজমেন্ট এরিয়াজ অব ব্যাংকস টু নামে দুটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর . মোহাম্মদ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম প্লেনারি সেশনে পাঁচটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এগুলো হলো হোয়াট আর ডিটারমিন্যান্টস অব প্রফিটেবিলিটি অব কমার্শিয়াল ব্যাংকিং ইন বাংলাদেশ? প্যানেল ডাটা অ্যানালাইসিস, দ্য রিলেশনশিপ বিটুইন করপোরেট গভর্ন্যান্স ফ্যাক্টরস অ্যান্ড রিস্কস অব কমার্শিয়াল ব্যাংক: এন এমপিরিক্যাল স্টাডি, ডিটারমিনেশন অব দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য নন-পারফর্মিং লোনস (এনপিএল) ইন বাংলাদেশ:

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫