প্রেক্ষিত পরিকল্পনার মধ্যমেয়াদি মূল্যায়ন

লক্ষ্য অর্জন হয়নি সামষ্টিক অর্থনীতির অধিকাংশ সূচকে

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

সাত বছরের সামষ্টিক অর্থনীতির ১০টি সূচকের অধিকাংশের ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। এগোনো যায়নি জ্ঞানভিত্তিক অর্থনীতির দিক থেকেও। তবে সুশাসনের বেশকিছু সূচকে অগ্রগতি অর্জন হয়েছে। -সংক্রান্ত ছয়টি সূচকের মধ্যে চারটিতে উন্নতি দুটিতে অবনতি হয়েছে। এছাড়া ট্যাক্স-জিডিপি অনুপাত, রাজস্ব নীতি আর্থিক খাতেও দুর্বলতার চিত্র উঠে এসেছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে গতকাল প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১)-এর মধ্যমেয়াদি বাস্তবায়ন অগ্রগতি অবহিতকরণ প্রতিবেদনের মোড়ক উন্মোচন শীর্ষক অনুষ্ঠানে তথ্য উঠে আসে। মূলত প্রেক্ষিত পরিকল্পনার মধ্যবর্তী মূল্যায়ন হিসেবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিবেদনে বলা হয়, সুশাসনের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, দুর্নীতি নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রক সংস্থার মান বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়েছে। অন্যদিকে সরকারের কার্যকারিতা এবং কথা বলার স্বাধীনতা স্বচ্ছতার ক্ষেত্রে অবনতি হয়েছে। এছাড়া দারিদ্র্যের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, বাজেট ঘাটতি শতাংশের নিচে ধরে রাখা, সবার জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষার হার বৃদ্ধি এবং নারী-পুরুষের সমতা অর্জন ইত্যাদিতে ভালো অগ্রগতি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। প্রতিবেদনটি উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) . শামসুল আলম। 

অনুষ্ঠানে এমএ মান্নান বলেন, আমাদের অর্জন অনেক ভালো। প্রতিবেদনে সার্বিকভাবে প্লাস-মাইনাস আছে। প্রতিবেদনের ক্ষেত্রে আমি মার্ক দেব ৬০-৭০ শতাংশ। প্রেক্ষিত পরিকল্পনার সময় ভয়ংকর কোনো ব্যর্থতা নেই। হতাশা বা লজ্জা পাওয়ার মতো কিছু নেই। জিডিপি প্রবৃদ্ধি অর্জনে অনেক অনেক ভালো করছি। মূল্যস্ফীতি ধরে রাখতে পেরেছি। গর্ববোধ করার মতো মূল্যস্ফীতি রয়েছে। রেমিট্যান্স, ম্যানুফ্যাকচারিং, সেবা খাত, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ উৎপাদন, গড় আয়ু, দারিদ্র্য নিরসন, শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি, মানব উন্নয়ন, নারীদের অংশগ্রহণসহ অনেক ক্ষেত্রেই অর্জন উল্লেখযোগ্য। গত ১১ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তবে কর-জিডিপি ভালো হয়নি। ব্যাংকিং খাতে সমস্যা রয়েছে। সরকার এক্ষেত্রে উন্নতি করতে কাজ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়নকালে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫