এলআর গ্লোবালের সিইও রিয়াজ ইসলামকে দুদকে তলব

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এরই  অংশ হিসেবে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। গতকাল দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠিয়েছেন। রিয়াজ ইসলামকে আগামী ডিসেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্দিষ্ট দিনে হাজির হতে ব্যর্থ হলে বিষয়ে বক্তব্য নেই বলে ধরে নেয়া হবে।

তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫