বাংলাদেশ সব ধরনের বিনিয়োগকে উত্সাহিত করবে: বিদ্যুত্ প্রতিমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুত্, জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরাং ফথং হামফ্রেস থাই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধরণের বিনিয়োগকে উত্সাহিত করবে সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন

বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের আওতায় জ্বালানি সহযোগিতা বাড়ানো যেতে পারে থাইল্যান্ডের সিয়াম গ্যাস, পিটিটি, সাইও ট্রিপল গ্রুপ বাংলাদেশে কাজ করার আগ্রহ দেখিয়েছে

তিনি বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য থেকে বিদ্যুত্, এলপিজি ইত্যাদি ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে ক্ষেত্রে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের নিয়ে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা যেতে পারে তিনি সময় সহযোগিতার ক্ষেত্র বাড়াতে দ্বি-পাক্ষিক সভার ওপর গুরুত্বারোপ করেন

বাংলাদেশের সঙ্গে খসড়া সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থাইল্যান্ডের পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির জন্য এই সমঝোতা অপরিহার্য জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, শিল্প সামাজিক উন্নয়নেরও অগ্রগতি হবে জ্বালানি ফোরামের আওতায় নবায়নযোগ্য জ্বালানি বা এলপিজি বিষয় কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি হবে 

সময় আরো উপস্থিত ছিলেন থাই দূতাবাসের কাউন্সিলর ক্রাইচক অরুনপাইরোজকুল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫