একমি ল্যাবরেটরিজ উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

পূর্বঘোষণা অনুযায়ী দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ১ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন কোম্পানিটির অন্যতম উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০। এর মধ্যে ৩১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার উদ্যোক্তা-পরিচালক, ৩১ দশমিক শূন্য ৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৩৬ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ। ১২ ডিসেম্বর রাজধানীর মিরপুরে অবস্থিত পিএসসি কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে একমি ল্যাবরেটরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৮১ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৬৯ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫