১১ দফা দাবি

খুলনা-যশোর অঞ্চলের ৯ পাটকলে প্রতীকী অনশন

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি খুলনা

 পাট খাতে প্রয়োজনীয় বরাদ্দ মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গতকাল খুলনা-যশোর অঞ্চলের নয় রাষ্ট্রায়ত্ত পাটকলে বিক্ষোভ প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে ছয়দিনের কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল সকাল ৮টা-বিকাল ৪টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়

গতকাল সকালেই ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, স্টার, আলীম, ইস্টার্ন এবং কার্পেটিং জেজেআইয়ের শ্রমিকরা নিজ নিজ মিল গেটে সমবেত হন সেখানে তারা পৃথকভাবে প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দেন বিকাল ৪টা পর্যন্ত উৎপাদন বন্ধ রেখে তারা কর্মসূচি পালন করেন

কর্মসূচি চলাকালে বেশ কয়েক দফায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, সোহরাব হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫