উত্তর সিরিয়ায় তুরস্কের ‘নিরাপদ অঞ্চল’ নিরাপদ নয়: এইচআরডব্লিউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 তুরস্ক নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় হত্যাকাণ্ড, ঘরবাড়ি বাজেয়াপ্তকরণের মতো বিভিন্ন ইস্যুতে বুধবার আঙ্কারার তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) খবর এএফপি

তুরস্কের দক্ষিণ সীমান্তে সিরিয়ার ১২০ কিলোমিটার এলাকায় সিরীয় শরণার্থীদের জন্য গত মাসে একটি নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল আঙ্কারা, যা তারা কুর্দিদের থেকে দখল করেছিল নিউইয়র্কভিত্তিক ওয়াচডগটি বলছে, তুর্কি বাহিনী এবং তাদের সিরীয় দোসররা সেখানে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সম্ভাব্য যুদ্ধাপরাধও করে যাচ্ছে

এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য পরিচালক লিয়াহ হুইটসন বলেন, বিভিন্ন সিরীয়কে হত্যা করা, তাদের সম্পদ লুটপাট করা এবং উদ্বাস্তু মানুষকে তাদের বাড়িঘরে ফিরে যেতে বাধা প্রদানের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে উঠেছে, কেন তুরস্কের নিরাপদ অঞ্চল আদতে নিরাপদ নয়

আঙ্কারার দাবি, নতুন দখলকৃত অঞ্চলে তুরস্কে আশ্রয় নেয়া ৩৬ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিতে চায় তারা সিরীয় কুর্দি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ওই অঞ্চলগুলো দখলে নেয় তুরস্ক

হুইটসন বলেন, সেখানে তুরস্ক নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করবে বলে যে দাবি করে আসছে তার বিপরীতে আসল সত্য হলো, তুর্কি সমর্থিত বাহিনী সেখানে বেসামরিক সিরীয়দের ওপর নিপীড়ন চালাচ্ছে এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করছে

এইচআরডব্লিউর অভিযোগ, তথাকথিত নিরাপদ অঞ্চলে কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়া দাতা সংস্থার কর্মীদের সঠিক হিসাব দিতে ব্যর্থ হয়েছে তুরস্ক সমর্থিত বাহিনী


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫