দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ক্যাবের

প্রকাশ: নভেম্বর ২৭, ২০১৯

বণিক বার্তা অনলাইন

ভোক্তা স্বার্থ রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক বিভাগ অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্যসহ সব মন্ত্রণালয় কাজ করছে। তবে তাদের কাজে সমন্বয়ের অভাব আছে। তাই পৃথক বিভাগ বা মন্ত্রণালয় দরকার। যার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

গোলাম রহমান বলেন, সম্প্রতি বেশ কিছু নিত্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। গত সেপ্টেম্বরে পেঁয়াজ দিয়ে শুরু। তারপর একে একে চাল, ডাল, আটা, ময়দা, সয়াবিন তেল, ডিমসহ নানা পণ্যের দাম বেড়েছে। অক্টোবর মাসে সরকার সরাসরি আমদানির মাধ্যমে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে উদ্যোগী হলে মূল্য পরিস্থিতির এতটা অবনতি হতো না।

বাজার ব্যবস্থা যখন অকার্যকর হয়ে পড়ে, তখন জনস্বার্থে শুধু ব্যবসায়ীদের ওপর নির্ভর না করে সরকারের উচিত সরাসরি ব্যবসায় নেমে পণ্য সরবরাহ বাড়ানো। এর বিকল্প নেই।




সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫