‘আইএসের টুপি’ কী করে এলো তার তদন্ত হওয়া উচিৎ: আইনমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ২৭, ২০১৯

বণিক বার্তা অনলাইন

গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায়ে আট আসামির সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার রায়ের পর আদালত থেকে বেরিয়ে আসার সময় কয়েকজনের মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের লেখার সঙ্গে মিল থাকা ‍টুপি পরিহিত দেখা যায়। এত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তাদের কাছে এ টুপি কীভাবে এলো- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ‘এ ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এ ব্যাপারে তদন্তের জন্য সংবাদ সম্মেলন শেষ করেই আমি কথা বলবো।’

আজ বুধবার রায়ের পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

এসময় টুপি বিষয়ে এ সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি প্রতমে বলেন, ‘আমি কি এটার জবাব দিতে পারবো? এটা কী করে হলো সেটা নিশ্চয়ই তদন্ত করা হবে। কিন্তু কীভাবে আসলো এটা আমি এখানে জবাব দিতে পারবো না, আমার পক্ষে জবাব দেওয়া সম্ভব নয়।’

এরপর সাংবাদিকরা বলেন, বিষয়টা আপনি কীভাবে দেখছেন?- এর জবাবে আইনমন্ত্রী তদন্তের কথা জনান।

এসময় মন্ত্রী আরো বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে বলতে চাই, আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা আরও বলতে চাই, এ রকম চাঞ্চল্যকর এবং যেসব মামলা দেশের শেকড়ে গিয়ে ধাক্কা দেয়, সেগুলো দ্রুত শেষ করতে পারছি, সেটাও মনে হয় সন্তুষ্টির কারণ।’

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫