সুপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিতে হবে —গণপূর্তমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন গণপূর্তমন্ত্রী রেজাউল করিম বলেছেন, সুপরিকল্পিত নগরায়ণের মধ্য দিয়ে আধুনিক সভ্যতাকে এগিয়ে নিতে হবে। বিশ্বের কাছে বাংলাদেশের স্থাপত্য উন্নত সমৃদ্ধ হিসেবে তুলে ধরতে হবে।

গতকাল সচিবালয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান কর্তৃক পূর্বাচল নতুন শহর প্রকল্পের এশিয়ান টাউনস্কেপ জুরিস অ্যাওয়ার্ড ২০১৯-এর ক্রেস্ট সনদ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণপূর্তমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পাওয়া অ্যাওয়ার্ড বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন। অপূর্ব স্থাপত্য নকশার পূর্বাচল নতুন শহর প্রকল্প বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। প্রকল্প পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫