দুদকের মামলায় কারাগারে রমেকের সাবেক অধ্যক্ষ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

 যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) সাবেক অধ্যক্ষ ডা. নূর ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত গতকাল দুপুরে রংপুর জেলা সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানা তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন

দুদকের আইনজীবী পিপি হারুন-উর রশীদ জানান, রমেকে যন্ত্রপাতি কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে কলেজের অধ্যক্ষ ডা. নূর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর মামলা করে দুদক দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান মামলায় ডা. নূর ইসলাম গতকাল দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

দুদক সূত্র জানায়, মামলার আসামিদের বিরুদ্ধে গত বছরের ২১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগ আছে মামলার বাকি আসামিরা ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, তার বাবা আব্দুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি আসাদুর রহমান রমেকের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়াত হোসেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫