পাকিস্তান সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি স্থগিত সুপ্রিম কোর্টে

প্রকাশ: নভেম্বর ২৭, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 পাকিস্তান সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধি স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত সেনাবাহিনীর সঙ্গে বেসামরিক প্রতিষ্ঠানের দ্বন্দ্ব বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে খরব রয়টার্স

১৯ আগস্ট দেশটির বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আরো এক মেয়াদের জন্য নিয়োগ দেয়া হয় প্রতিবেশী ভারতের কাশ্মীর নিয়ে সৃষ্ট পরিস্থিতির মোকাবেলা করতে তার মেয়াদ তিন বছর বাড়ান প্রধানমন্ত্রী ইমরান খান

প্রসঙ্গত, দেশটির ৭২ বছরের ইতিহাসে বেসামরিক প্রতিষ্ঠানে বিশেষত রাজনীতি, নিরাপত্তা নীতি পররাষ্ট্রনীতিতে সেনাবাহিনীর ভূমিকা বেশ প্রবল তবে দাবি সদা অস্বীকার করে এসেছে বাহিনীটি

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের তুলনায় খান প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অনেক ভালো দেশটির গত বছরের সাধারণ নির্বাচনে ইমরান খানের জয়ের পেছনে বাজওয়ার নেতৃত্বাধীন সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের

বাজওয়াকে আরো তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার বৈধতা নিয়ে গতকালের শুনানিতে দেশটির প্রধান বিচারক আসিফ সাইয়েদ খোসা বলেন, বাজওয়াকে আরেক মেয়াদের জন্য সেনাপ্রধান নিয়োগদানের বিষয়ের কারণ সম্পর্কে বাহিনীটি যতক্ষণ না বিস্তারিত যুক্তিতর্ক উপস্থাপন করতে পারছে, সে পর্যন্ত তার নিয়োগ স্থগিত থাকবে

প্রধান বিচারক বলেন, আমাদের আঞ্চলিক পরিস্থিতির অবনতি ঘটলে পুরো সেনাবাহিনীকে তা মোকাবেলা করতে হবে এজন্য কোনো ব্যক্তিকে গুরুত্ব দেয়াটা ঠিক হবে না কারণ এটা অনুমোদন করা হলে অন্য কর্মকর্তারাও একই কারণে অভিন্ন সুযোগ চাইতে পারেন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫