ফোর্ডের চ্যালেঞ্জ গ্রহণ টেসলার ইলোন মাস্কের

প্রকাশ: নভেম্বর ২৭, ২০১৯

টেসলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলোন মাস্কের দাবি, তাদের সাইবারট্রাক ফোর্ডের এফ-১৫০-এর চেয়ে ভালো। বিষয়টি স্বভাবতই ভালো চোখে দেখেনি গাড়ি নির্মাতা জায়ান্ট ফোর্ড। রোববার এক টুইটে ইলোন মাস্ক এক ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, টেসলার সাইবারট্রাক ফোর্ডের এফ-১৫০ টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটি নিয়ে ফোর্ড বলছে, আপেলের সঙ্গে যেন কমলার তুলনা করছেন মাস্ক। ভিডিওতে মাস্ক এমন একটি এফ-১৫০ দেখিয়েছেন, যা টু-হুইল ড্রাইভ ভার্সন। বিপরীতে টেসলার অল-হুইল ড্রাইভ সাইবারট্রাক ব্যবহূত হয়েছে। আরো যেসব বিষয় বিবেচনায় নেয়ার দরকার ছিল, তা হলো কার্ব ওয়েট (ওজন সক্ষমতা) ও টায়ারের ধরন। ফোর্ড এক্সের ভাইস প্রেসিডেন্ট সুনদীপ মাদরা সোমবার এক টুইটে মাস্ককে পাল্টা চ্যালেঞ্জ দেন। টেসলার পরীক্ষারন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে সমানে সমানে লড়াইয়ের আহ্বান জানান। মাদরার চ্যালেঞ্জে সাড়া দিয়ে মাস্ক বলেন, ‘তাহলে হয়ে যাক। সূত্র: ব্লুমবার্গ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫